ভিডিও এন্ডোসকপি

Department Introduction

এন্ডোস্কোপি প্রসিডিওর কি ?

কোন সার্জারী ছাড়াই রোগীর হজম প্রণালী(ডাইজেসটিভ ট্র্যাক্ট) পরীক্ষা করা হয় । এন্ডোস্কোপি করার সময় ( লাইট ও ক্যামেরা যুক্ত একটি ফ্লেক্সিবল টিউব যাকে এন্ডোস্কোপ বলা হয় তার সাহায্যে) চিকিৎসক একটি কালার টিভিতে রোগীর হজম প্রনালীর কার্যকারিতা দেখতে পান ।

আপার এন্ডোস্কোপি করার সময় ওই লাইট ও ক্যামেরাযুক্ত টিউবটি চিকিৎসক রোগীর মুখ ও গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে পেটের হজম প্রনালী(এসোফেগাস) ও তার কার্যকারিতা দেখতে পান । পাশাপাশি এর সাহায্যে হজম প্রণালীর উপরী অংশও দেখতে পাওয়া যায় ।

এন্ডোস্কোপি পরীক্ষা, কলোন(লার্জ ইনটেসটাইন) এর মধ্য দিয়েও করা হয় । ইনটেসটাইন পেটের ভিতর যে অংশে থাকে সেই অংশ পরীক্ষা করা হয়ে থাকে ।এই বিশেষ চিকিৎসা পদ্ধতির নাম সিগময়েডোস্কোপি অথবা কলোনোস্কোপি । কোলন পরীক্ষার ওপর এই চিকিৎসা পদ্ধতি নির্ভর করে থাকে ।

এন্ডোস্কোপির আরও একটি বিশেষ ধরণ আছে যার নাম এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলানগিওপ্যানক্রিয়াটিওগ্রাফি অথবা ইআরসিপি যা পেটের ভেতরে বিভিন্ন অংশ যেমন প্যানক্রিয়াস, গলব্লাডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের ছবি তুলে থাকে । এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ড ( ইইউএস) আপার এন্ডোস্কোপি এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা সহযোগে হজম প্রণালীর ছবি ও তথ্যদিয়ে থাকে ।